অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

সারাদেশে অনিবন্ধিত সুদের ব্যবসা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

অনিবন্ধিত সুদের প্রতিষ্ঠান তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: 


প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার


আদেশ পাওয়ার পর ৪৫ দিনের মধ্যে কমিটি করে তালিকা করে তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শুনানী হবে আগামী ৩০ নভেম্বরে।

রিটকারী আইনজীবী বলেন, কোনো লাইসেন্স ছাড়া তারা সুদের ব্যবসা করতেন। এতে অনেক মানুষ প্রতারিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুনানীতে ইভ্যালির নামও উঠে এসেছে।

এসব বিষয় তুলে হাইকোর্টে রিট করা হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর