দেশ ছেড়ে কলকাতায় কাজের ঘোষণা হিরো আলমের

ফাইল ছবি

দেশ ছেড়ে কলকাতায় কাজের ঘোষণা হিরো আলমের

অনলাইন ডেস্ক

বগুড়ার যুবক আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন তিনি।

আর সেই কষ্টেই সিনেমার ছাড়ার ঘোষণা দেন তিনি।

গত সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না।

আর কোনো সিনেমাও বানাব না। কারণ, আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনও আমাকে মেনে নেবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।  

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকারে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব। ’

এ বিষয়ে হিরো আলম বলেন, দেখেন আমি চিন্তা-ভাবনা করে দেখলাম। আমি তো কাজ ছাড়া থাকতে পারবো না। বাংলাদেশে কিছু লোক আমাকে কাজ করতে দিতে চাইছে না। তাই নতুন সিদ্ধান্ত গ্রহণ করলাম। তাই এখন থেকে কলকাতায় কাজ করবো। আশা করছি সেখানে আমাকে কেউ সমস্যা করতে পারবে না। আমি আমার কাজ সেখানে করে যেতে পারবো।

news24bd.tv/আলী