ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের মারিউপোল কর্তৃপক্ষকে স্থানীয় সময় সোমবার ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখান করেছে কিয়েভ।
বিভিন্ন গনমাধ্যমে বলা হচ্ছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই শহরে সকাল ১০টার মধ্যে মানবিক করিডোর খুলে দিতে চায়।
ইউক্রেন সম্মত হলে ১০টা থেকে ১২টা পর্যন্ত এই দুই ঘণ্টা চুক্তি অনুযায়ী ইউক্রেন ও তার মিত্ররা সাময়িক যুদ্ধ বন্ধ রাখবে।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর প্রায় ১৫ হাজার সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভার্চুয়ালি ইসরায়েলের সংসদে ভাষণ দিয়েছেন। ভাষণে জেলেনাস্কি বলেন, ইউক্রেনের মানুষেরা বাচঁতে চায়, তবে প্রতিবেশীরা তাদের মৃত দেখতে চায়।
তবে রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানের দুই দেশের শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু।
তিনি বলেন, দুই পক্ষই একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।
রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র : বিবিসি
news24bd.tv রিমু