রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্ত্রী, আহত স্বামী 
রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্ত্রী, আহত স্বামী 

প্রতীকী ছবি

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্ত্রী, আহত স্বামী 

অনলাইন ডেস্ক

রাজধানীতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন তার স্বামী।

শুক্রবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের নাম নাসরিন খানম (১৯)।

আর আহত তার স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন (২৩)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক সোনিয়া পারভীন।

তিনি বলেন, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর রোডে লাকী ফার্মেসির সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নাসরিন। এরপরও পথচারীরা নাসরিন ও শিপনকে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালকে আটক করেছে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

news24bd.tv/রিমু