রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে একজন নারী মারা গেছেন। আজ সোমবার (৫ মে) বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ভাই ও বোন অটো রিকশায় করে যাচ্ছিলো। ওড়না পেঁচিয়ে মারা গেছে। খবর শুনেছি। একজন অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। যদিও ওই নারীর বয়স ও নাম এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটোরিকশা দুর্ঘটনায় দুই জন মারা যান। গত কয়েক সপ্তাহে রাজধানীতে অটোরিকশায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। উল্লেখ্য, গত বছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী এক সংগঠন।...
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

কোটি টাকা না দিলে ১০ মামলা, ওসি-এসআই প্রত্যাহার
অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসি এবং এসআইয়ের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ প্রশাসনিক কারণে সাময়িক প্রত্যাহারের আওতায় পড়েছে। অভিযোগের সূত্রে জানা গেছে, গত ২ মে ডিএমপি কমিশনারের কাছে শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ড. ওয়াদুদ দাবি করেন, ২৯ এপ্রিল রাতে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান এবং এসআই বেলাল হোসেনসহ একদল পুলিশ সদস্য তাঁর বাসায় হামলা চালিয়ে চাঁদা দাবি করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। ড. ওয়াদুদ আরও বলেন, রাত দেড়টার দিকে এসআই...
হাতিরঝিলে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ রাজউক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ৫ মে (সোমবার) হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন। তিনি এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি বাউন্ডারি ওয়ালের পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাখা বালু ও বস্তা সরিয়ে নিতে বলেন। আগেও বিষয়টি জানানো হলেও পদক্ষেপ না নেওয়ায় এবার সিটি করপোরেশনের প্রশাসককে আবারও অবহিত করা হয়। এছাড়া, উল্টো পথে রিকশা ও যান চলাচল বন্ধে কড়া নির্দেশনা দেন তিনি এবং শৃঙ্খলা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। হাতিরঝিলের পার্কগুলোতে সবুজায়নের জন্য বৃক্ষরোপণের দিকনির্দেশনাও প্রদান করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।...
হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাবিনা আক্তার নেত্রকোণা জেলা বারহাট্টা থানার আন্দারদিয়া জয়নাল উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি হাতিরঝিল এলাকায় থাকতেন। নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, থানা থেকে আমাদের খবর দিলে ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। আমার বোন বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াত। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) ফুয়াদ আহমেদ রিয়াল জানান, আমরা খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় অচেতন অবস্থায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর