রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২০) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদিয়া কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্রী। নিহতের ভাই তামজিদ নওশা জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার নিউটন এলাকায়। এক বছর আগে বিয়ে হয়েছে সাদিয়ার। স্বামী তৌকি তাহমিদের সঙ্গে রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজার এলাকায় থাকতেন। তিনি জানান, সম্প্রতি অনলাইনে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। আজ ভাই তামজিদের সঙ্গে আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন ভেরিফিকেশনের জন্য। সেখানকার কাজ শেষে একটি অটোরিকশায় উঠেছিলেন। উদ্দেশ্য ছিল গুলশান কালাচাঁদপুরে বড় বোনের বাসায় যাওয়ার। পথে আফতাবনগর গেটের পাশে চলন্ত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায় সাদিয়ার পরনের ওড়না।...
রাজধানীতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে একজন নারী মারা গেছেন। আজ সোমবার (৫ মে) বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ভাই ও বোন অটো রিকশায় করে যাচ্ছিলো। ওড়না পেঁচিয়ে মারা গেছে। খবর শুনেছি। একজন অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। যদিও ওই নারীর বয়স ও নাম এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটোরিকশা দুর্ঘটনায় দুই জন মারা যান। গত কয়েক সপ্তাহে রাজধানীতে অটোরিকশায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। উল্লেখ্য, গত বছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী এক সংগঠন।...
হাতিরঝিলে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ রাজউক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ৫ মে (সোমবার) হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন। তিনি এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি বাউন্ডারি ওয়ালের পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাখা বালু ও বস্তা সরিয়ে নিতে বলেন। আগেও বিষয়টি জানানো হলেও পদক্ষেপ না নেওয়ায় এবার সিটি করপোরেশনের প্রশাসককে আবারও অবহিত করা হয়। এছাড়া, উল্টো পথে রিকশা ও যান চলাচল বন্ধে কড়া নির্দেশনা দেন তিনি এবং শৃঙ্খলা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। হাতিরঝিলের পার্কগুলোতে সবুজায়নের জন্য বৃক্ষরোপণের দিকনির্দেশনাও প্রদান করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।...
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

ঢাকার বাসিন্দারা নানা প্রয়োজনে দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক আজ সোমবার (৫ মে) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। যেসব এলাকার মার্কেট বন্ধ আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর