পাকিস্তানি এক তরুণীকে বিয়ে করার পর সেই তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য মুনির আহমেদ। তবে তিনি দাবি করেছেন, সদর দপ্তরের অনুমতি পাওয়ার পরই তিনি বিয়ে করেছিলেন এবং বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ মে) তাকে বরখাস্ত করা হয়। পরে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনির বলেন, আমি আদালতে যাব এবং ন্যায়বিচার পাব বলে আশাবাদী। জানা গেছে, জম্মুর ঘারোটা এলাকার বাসিন্দা মুনির আহমেদ ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিএফে যোগ দেন। সম্প্রতি তার বরখাস্তের ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সিআরপিএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের তথ্য গোপন করা এবং তার স্বল্পমেয়াদি ভিসা শেষ হওয়ার পরও নিজ বাসায় রাখার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।...
পাকিস্তানি তরুণীকে বিয়ে করে চাকরি হারালেন ভারতীয় সিআরপিএফ কর্মকর্তা
অনলাইন ডেস্ক

ট্রাম্পের যে হুমকিতে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি
অনলাইন ডেস্ক

বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্ত ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে বড়সড় বিপদের মুখে ফেলতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না। তিনি আরও বলেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় এসেছে। আত্মতুষ্টি ও পাপ্পারাজ্জি-সংস্কৃতি ছেড়ে বাস্তব সংকটের বিরুদ্ধে লড়তে হবে। ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযোজিত যেকোনো সিনেমা মুক্তির ক্ষেত্রে দিতে হবে ১০০ শতাংশ কর। যদিও এই...
সম্মতি ছাড়া করা যাবে না স্পর্শ, বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে ৫০ হাজার ডলার আয় তরুণীর!
অনলাইন ডেস্ক

অর্থনৈতিক সঙ্কটে পড়ে অভিনব উপায়ে রোজগারের পথ খুঁজে বের করেছেন কানাডার বাসিন্দা মনিক জেরেমিয়া। ৩৭ বছর বয়সি এই তরুণী নিজের শোয়ার ঘরের বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে প্রায় ৫০ হাজার ডলার আয় করছেন বলে দাবি করেছেন। তাঁর এই হট বেডিং পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। মনিকের দাবি, কোভিড-১৯ অতিমারির সময় তাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লকডাউনে কাজের বাজার ধসে পড়ায় কমে যায় আয়। একই সময়ে ভেঙে যায় তার প্রেমের সম্পর্কও। ফলে একা হাতে ফ্ল্যাটের খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এই পরিস্থিতিতেই মাথায় আসে অভিনব এক রোজগারের ধারণাবিছানার অর্ধেক ভাড়া দেওয়া। কোভিডের পর খরচ সামলাতে ২০২৩ সালে এমনই অভিনব পদ্ধতিতে আয় করতে বাধ্য হয়েছিলেন সেই তরুণী মনিক জেরেমিয়া। সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মনিকা জানান, তিনি তার উষ্ণ বিছানার একাংশ...
ফের বৈঠকে মোদি, পাকিস্তানকে জবাব দিতে ভারতের চূড়ান্ত প্রস্তুতি
অনলাইন ডেস্ক

পাহেলগাম হামলার পর ভারত কী ধরনের প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে জল্পনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ। আজ সোমবার (৫ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।খবর এনডিটিভির। সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায়, এই বৈঠক চলে প্রায় আধা ঘণ্টারও বেশি সময়। এর আগে, প্রধানমন্ত্রী পৃথকভাবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে লক্ষ্য করে কীভাবে কড়া জবাব দেওয়া হবে, তা নিয়ে কেন্দ্র সরকার এখন চূড়ান্ত পরিকল্পনা করছে। জম্মু-কাশ্মীরের পাহেলগামে বইসরন উপত্যকায় ১২ দিন আগে ঘটে যাওয়া হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরি ঘোড়ার মালিক নিহত হন। হামলার নির্মমতা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী মোদী এরইমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর