ঈদযাত্রায় সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা আগেই হাজির হয়েছেন, অপেক্ষা করছেন কাঙ্খিত ট্রেনের। একটু পরপরই ছেড়ে যাচ্ছে ট্রেন, একইসঙ্গে বাড়ি যাওয়ার স্বপ্নও যাচ্ছে গন্তব্যে।
আজ শনিবার নীলসাগর এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনেই ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ে।
এদিকে, সকাল থেকে শিমুলিয়া কাঠালবাড়ী ও মাঝিকান্দি নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।
ফেরী স্বল্পতার কারণে শুধুমাত্র প্রাইভেটগাড়ি ও মোটরসাইকেল পারাপারেরই বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। যদিও মানুষের বেশি চাপের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণের অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুন।
news24bd.tv/রিমু