টাঙ্গাইলের কালিহাতী এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) সকালে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান (৩৫) উপজেলার রামপুরের কুকরাইল এলাকার বাদল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক রায়হান একাধিক মামলার আসামি ছিল। তিনি তার সাথে এক বন্ধুকে নিয়ে রাত দুইটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সকালে একটি পুকুরে রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রায়হানের বাবা বাদল মিয়া জানান, সোমবার ভোরে মুন্না নামে একজন আমাকে বাড়িতে ডাকতে যায়। এ সময় তিনি জানান আপনার ছেলেকে মেরে ফেলল, আমি খবর শুনে ছুটে আসি। খোঁজাখুঁজির এক পর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত মরদেহ দেখতে পাই। নিহতের স্ত্রী জানান, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন...
রাতে নিয়ে গেলেন পেঁয়াজ-মরিচ-মুড়ি, ভোরে ফিরলেন লাশ হয়ে
টাঙ্গাইল প্রতিনিধি

১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারিত্বে দেড় কোটি ডলার চীনা বিনিয়োগ (বাংলাদেশি ১৮০ কোটি টাকা) পেল রংপুরের গঙ্গাচড়ার স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা এবং ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন। ইভি, অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে এ বিনিয়োগ পাচ্ছে লজিস্টিক প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী এই প্রতিষ্ঠান। এ বিনিয়োগ দিয়ে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় স্টেডফাস্ট। গত বৃহস্পতিবার (১মে) চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে চীনা প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি)...
দুই দফা দাবিতে দিনাজপুরে আদালত কর্মচারীদের কর্মবিরতি
দিনাজপুর প্রতিনিধি

বেতন স্কেল গ্রেড বৃদ্ধি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ এই দুই দফা দাবিতে দিনাজপুরে বিচার বিভাগীয় কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। দিনাজপুর আদালত চত্ত্বরে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি পালন করা হয়। এসময় আদালত চত্ত্বরে বিভিন্ন শ্লোগান ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আন্দোলনরত কর্মচারীরা জানান, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়েছে। দুই দফা দাবি মানা না হলে আগামীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি...
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি
ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। এসময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই আজ দুই ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি করেছি আমরা। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর