উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় খুলনার মেয়র
উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় খুলনার মেয়র

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় খুলনার মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার বিকালে খুলনা শেখ আবু নাসের হাসপাতাল থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এস এম মোর্শেদ নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে সিটি মেয়র ডায়াবেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে আবু নাসের হাসপাতালে ভর্তি হন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ঢাকার সিএমএইচে ১৫ মে পর্যন্ত সিটি মেয়র চিকিৎসাধীন থাকবেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। সিটি মেয়রের সাথে তার সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা রয়েছেন। তিনি সিটি মেয়রের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে সিটি মেয়রকে এগিয়ে দিতে হেলিপ্যাডে উপস্থিত হন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল হক মুন্না, কাউন্সিলর আনিস বিশ্বাষ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

news24bd.tv/কামরুল