২০ কেজি কাতলার দাম ২৮ হাজার!

সংগৃহীত ছবি

২০ কেজি কাতলার দাম ২৮ হাজার!

অনলাইন ডেস্ক

২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি বিক্রি করা হয়। সকালে পাবনার জেলেদের জালে পদ্মায় মাছটি ধরা পড়ে।

মৎস্যজীবীরা জানান, শনিবার সন্ধ্যায় পাবনার কাজীরহাট এলাকার কয়েকজন জেলে যমুনা নদীতে মাছ শিকারে নামেন।

রাতে তেমন ভালো মাছ শিকার করতে না পারায় তারা হতাশ হয়ে পড়েন। রোববার সকাল ৯টার দিকে তাঁরা যমুনা নদী পার হয়ে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া পদ্মা নদীতে জাল ফেলেন। এ সময় তাদের জালে কাতলা মাছটি ধরা পড়ে। পরে তারা দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তদার শাহজাহান শেখের কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় কাতলা মাছটি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর আড়তে রাখলে উৎসুক মানুষ তা দেখতে ভিড় করেন। রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া এলাকার এক ব্যক্তি ঢাকায় ব্যবসা করেন। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। মাছটি বেলা দুইটার দিকে মোটরসাইকেলে করে ওই ব্যক্তির গ্রামের বাড়ি বালিয়াকান্দি পাঠিয়ে দেওয়া হয়েছে।

news24bd.tv/আলী