স্বাস্থ্যচিত্র : কলোরেক্টাল ক্যান্সার

মলাশয়ের ক্যান্সার বা কলোরেক্টাল ক্যান্সার হচ্ছে এক ধরনের ক্যান্সার যা দেহের মলাশয়, মলনালী (বৃহদান্ত্রের অংশ) বা অ্যাপেন্ডিক্সে অংশে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধির কারণে সৃষ্টি হয়। এটি কোলন ক্যান্সার, বৃহদান্ত্রের ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সার নামেও পরিচিত। এ ধরনের ক্যান্সারের সাধারণ লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে নিচে দেয়া হলো ইনফোগ্রাফিক বা স্বাস্থ্যচিত্র।