‘বিএনপির ভূমিকা প্রমাণ করে তারা বিডিআর বিদ্রোহে সম্পৃক্ত’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুই বছরেরও অধিক সময়ের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় সংবিধান অনুযায়ী খালেদা জিয়া  নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিধায় বিএনপি'র গঠনতন্ত্র পরিবর্তন করে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর  মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রাঙ্গুনিয়া সমিতির মেজবান-মিলনমেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সময় বিএনপির ভূমিকা প্রমাণ করে তারাই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনা একটি ষড়যন্ত্র ছিল। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য সঠিক উল্লেখ করে এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপির তৎকালীন চেয়ারম্যান খালেদা জিয়া এবং বিএনপি জড়িত ছিল বলে অভিযোগ করেন হাছান মাহামুদ।

এ সময় খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিডিআর বিদ্রোহের ঘটনায় কেন আসামি করা হয়নি এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত অনেককে যেমন শাস্তির আওতায়  আনা সম্ভব হয়নি প্রত্যক্ষ তথ্য প্রমাণের অভাবে তাদের আসামি করা যাইনি।

news24bd.tv/তৌহিদ