মুকুলে ভরে গেছে সাতক্ষীরার আমবাগান, বাম্পার ফলনের আশা

মৌ মৌ মিষ্টি গন্ধে সৌরভ ছড়াচ্ছে সাতক্ষীরায় আমের মুকুল। গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুল বেশি আশায় বাম্পার ফলন ও অধিক পরিমাণে আম উৎপাদনের আশা বাগান মালিকদের। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির কথা ভাবছে কৃষক ও কৃষি বিভাগ।  

আম বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন প্রায় সাড়ে ১৩ হাজার কৃষক, ব্যবসায়ী, চাষী ও শ্রমিকেরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন সাতক্ষীরার কৃষকরা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলে বিদেশের বাজারেও আম রপ্তানির আশা সংশ্লিষ্টদের।  

এদিকে, আমের উৎপাদন বাড়াতে এবং উন্নতমানের রপ্তানিযোগ্য আম উৎপাদনে প্রকল্পের মাধ্যমে চাষীদের প্রশিক্ষণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। চলতি বছর সাতক্ষীরা জেলায় ৫ হাজার ২৯৯টি আম বাগানে আম  উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে।  

news24bd/ARH