ফুলবাড়ি সীমান্তে নারী মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে পৃথক দুটি ঘটনায় এক নারী মাদক ব্যবসায়ীসহ ফেন্সিডিল আটক করেছে বিজিবি। শনিবার সকালে  দুটি অভিযান  পরিচালনা করা হয়। আটক মাদক ব্যবসায়ী কলি বেওয়া (৬০) রংপুর সদর উপজেলার সগতি পাড়ার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।   বিজিবি সূত্র জানায়, গংগাহাট ক্যাম্পের নায়েক সুবেদার কুদ্দুস আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য আন্তজার্তিক মেইন পিলার ৯৩৯ এর সাব পিলার ৬ এস এর নিকট অভিযান চালায়। পরে বিদ্যাবাগিশ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। সে রংপুর সদর উপজেলার সগতি পাড়া গ্রামের মৃতঃ রফিকুল ইসলামের স্ত্রী।

অপরদিকে শনিবার সকাল ৯টায় কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪২ এর নিকট অভিযান চালায়। আব্দুল্ল্যার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধান ক্ষেত থেকে ৫৭ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল এসকাপ সিরাপ জব্দ করে।   ঘটনার সত্যতা স্বীকার করে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের জানান, আটক নারীকে ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

 

NEWS24▐ কামরুল