সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ২৭৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবারের ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে অন্তত ২৭৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে তিন শতাধিক লোক।

দেশটির তথ্যমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে।   তথ্যমন্ত্রী আদ্বির রহমান ওসমান রবিবার এক টুইটার বার্তায় ওই হতাহতের কথা জানান।  তিনি আরও জানান, তুরস্ক, ইথিওপিয়া ও কেনিয়াসহ বেশ কিছু দেশ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদ ফার্মাজো রবিবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘নিরাপরাধ মানুষের মৃত্যুতে আমার তিন দিনের শোক পালন করব, জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হবে। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং একত্রে প্রার্থনা করার। সন্ত্রাসীরা কখন জিততে পারবে না। ’ টুইটারে দেওয়া ওই ঘোষণায় তিনি আহতদের এবং নিহতদের পরিবারকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।