হাঁড়ি কাবাব তৈরির সহজ রেসিপি জেনে নিন 

নিজের হাতে বানানো সুস্বাদু ও মজাদার হাঁড়ি কাবাব খেতে চান? হাঁড়ি কাবাব বানানো একেবারেই সহজ। কীভাবে রাধবেন- চলুন রেসিপি জেনে নেই নিম্নে-

যা যা লাগবে

গরুর মাংস (হাড় ছাড়া) ১ কেজি টকদই আধা কাপ কাঁচা পেঁপে বাটা ১ চা চামচ লবণ স্বাদমতো টমেটো সস ১ টেবিল চামচ লবঙ্গ ৫টি  গোলমরিচ ৮টি গরম মসলার গুঁড়া আধা চা চামচ কাবাব মসলা ১ চা চামচ পেঁয়াজবাটা ১ টেবিল চামচ আদাবাটা ১ টেবিল চামচ রসুন বাটা ১ চা চামচ সরিষার তেল আধা ​কাপ পেঁয়াজ কুচি ১ কাপ।

যেভাবে বানাবেন

মাংসগুলো প্রথমে পাতলা করে টুকরা করে নিতে হবে। এরপর ছেঁচে নিন। একেবারে কিমা করা যাবে না, হালকা হাতে ছেঁচে নিতে হবে। এরপর সব মসলা একসঙ্গে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। হাঁড়িতে অল্প তেলে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। চুলার অল্প আঁচে রান্না করবেন। রান্নায় আলাদা করে পানি মেশাতে হবে না। সেদ্ধ হয়ে এলে পেঁয়াজ কুচি ও বাকি তেল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু হাঁড়ি কাবাব।

news24bd.tv/TR