সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি চট্রগ্রাম যাচ্ছিল। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো যাত্রীর কিছু হয়নি। এতে ফেনীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে মেরামতের কাজ শুরু করে।   তবে ওই রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বিকাল ৫ টার দিকে।  

news24bd.tv/ডিডি