ঢাকা মাতাতে আসছেন জাভেদ আলী

বলিউডের স্বনামধন্য গায়ক জাভেদ আলী ঢাকায় 'আরবান নাইট উইথ থ্রি নেশনস' কনসার্টের জন্য ঢাকায় আসছেন। আগামী ২৬ এপ্রিল এই কনসার্টটিতে অংশ নিতে ঢাকায় আসার বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন জাভেদ আলী।  

তিন দেশের তিন গায়ক এই কনসার্টে গান গাইবেন বলেও জানা গেছে। ভারতীয় গায়ক জাভেদ ছাড়াও এই কনসার্টে তরুণ পাকিস্তানি গায়ক আবদুল হান্নান এবং ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদারও এখানে গান গাইবেন।

ভারতীয় গায়ক জাভেদ আলী এর আগে আরব আমিরাতের দুবাইয়ে কনসার্ট করেছিলেন। এছাড়াও কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলোতে তিনি বিভিন্ন শো করেছেন। মূলত দুই দশকেরও বেশি সময় ধরে গান করছেন জাভেদ। ২০০৭ সালে 'একদিন তেরি রাহু মে' গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

আরও পড়ুন: ‘পুষ্পা ২’ মুক্তির আগেই সুখবর দিলেন আল্লু অর্জুন

কিছুদিন আগে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া 'শ্রীভাল্লি' গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। আল্লু আর্জুনের 'পুষ্পা: দ্য রাইস' সিনেমার এই গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। এছাড়াও আরও বহু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তামিল এবং তেলেগু ভাষাতেও গান করেছেন তিনি।  

news24bd.tv/SC