মাঠে গড়াচ্ছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের তারিখ জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুন ধামাল। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে। আগামী ২২ মার্চ চেন্নাইতে আইপিএলের ১৭তম আসর হওয়ার কথা রয়েছে।   

যদিও এই বছর ভারতের নির্বাচনের সাথে আইপিএলের সময়সূচির সমন্বয় নিয়ে একধরনের দোলাচল ছিলো।

এদিকে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে জানান, প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। কারণ গত আসরের চ্যাম্পিয়ন হয়েছিলো চেন্নাই সুপার কিংস। তাই চ্যাম্পিয়ন চেন্নাই এবারের উদ্বোধনী আয়োজনের সত্ত্ব পেয়েছে।   

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু প্রতিপক্ষ হিসাবে গত আসরের রানার্স আপ গুজরাট টাইটান্স পড়ছে কিনা সেটি এখনো নিশ্চিত করা যায়নি।  

জানা গেছে, দুই-তিন দিনের মধ্যে আইপিএলের আংশিক সূচি প্রকাশিত হবে। তবে দেশটির নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার পর পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে।

আরও পড়ুন: ঢাকায় ফিরল বিপিএল, টিকিটের মূল্য কত?

উল্লেখ্য, মার্চের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ভারতে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী ভারতের একেক রাজ্যে একেক দিন নির্বাচন হয়। তাই সমন্বয় করে টুর্নামেন্ট চলার কথা রয়েছে। আগামী ২৬ মে আইপিএল শেষ হওয়ার কথা রয়েছে।

news24bd.tv/SC