রোহিঙ্গাদের এনআইডি-পাসপোর্ট বানিয়ে দেয়া ২৩ সদস্য গ্রেপ্তার

দাগী অপরাধী, নন-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, এনআইডি ও পাসপোর্ট বানিয়ে দেয়া শক্তিশালী চক্রের ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে আনসার সদস্য, রোহিঙ্গা নারী-পুরুষ ও দালালসহ মোট ২৩ জন।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, এ কাজে বেশ কয়েকটি দালাল চক্র সক্রিয় আছে যার মধ্যে রয়েছে পাসপোর্ট অফিসের আনসার সদস্যরাও।

তিনি জানান, এই চক্র এরই মধ্যে অনেক রোহিঙ্গাকে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে পাঠিয়েছে। এতে বিশ্ব শ্রম বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এর আগে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা অ-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দিয়ে প্রতারণা করে আসছিলো। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

news24bd.tv/FA