ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের ব্যবস্থা নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে চিকিৎসক হিসেবে পরিচয়দানকারী ভুয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দুই দিনব্যাপী সিলেট সফরের শেষ দিনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সুইচ টিপলেই দূষণ কমানো যায় না: পরিবেশমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী হাসপাতালসহ দেশের প্রত্যেকটি হাসপাতালে লোকবল সংকট রয়েছে। এই সমস্যার সমাধানে চেষ্টা চলছে।

এ সময় তার সঙ্গে ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

এর আগে বুধবার (৬ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলীতে নানা বাড়ি ভ্রমন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে দুপুর থেকে বিকেল পর্যন্ত আবেগঘন সময় কাটান তিনি।

news24bd.tv/ab