অনলাইনে প্রেমের ফাঁদে পড়া ৬৫৮ জনকে উদ্ধার

ফিলিপাইনের বামবান শহরের ‘প্রেম কেন্দ্র’ নামে পরিচিত একটি ভবন থেকে ৬৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। এসব নারী-পুরুষদের প্রেমিক-প্রেমিকা সাজিয়ে অনলাইনে প্রতারণা করতে বাধ্য করা হতো। খবর বিবিসির।

দেশটির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) অভিযান চালিয়ে বামবান প্রতারণা কেন্দ্র থেকে ৩৮৩ জন ফিলিপিনো, ২০২ জন চীনা ও ৭৩ জন অন্যান্য দেশের নাগরিককে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রটি রাজধানী ম্যানিলা থেকে ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলার একটি কেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এখানে ফাঁদে ফেলে তরুণ-তরুণীদের আটকে রাখা হয় এবং তাদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়।

তরুণ এবং প্রযুক্তি বুদ্ধিসম্পন্নদের প্রায়ই এই ফাঁদে ফেলা হয়। মানি লন্ডারিং ও ক্রিপ্টো জালিয়াতি থেকে তথাকথিত প্রেম কেলেঙ্কারিতে পর্যন্ত তাদের ফাঁসানো হয়।  

পুলিশ জানিয়েছে, কেন্দ্রটি থেকে কেও পালানোর চেষ্টা করলে তাদের ধরে এনে নির্যাতন করা হতো। বেশ কয়েক জন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছিল। ওই কেন্দ্র থেকে পিস্তল, রিভলভার এবং গুলি উদ্ধার করা হয়েছে।

news24bd.tv/DHL