কণ্ঠের যেকোনো ধরনের চিকিৎসা এখন বিএসএমএমইউতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক জানিয়েছেন, কণ্ঠের যেকোনো ধরনের রোগ ও সমস্যার সুচিকিৎসা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-সহ দেশেই রয়েছে। তাই কণ্ঠের সমস্যার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রয়োজন নেই।  

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিএসএমএমইউতে বিশ্ব কণ্ঠ দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সেমিনারে উপাচার্য এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘কাউকে ভালোবাসার কথা প্রকাশ করতে হলেও কথা বলার প্রয়োজন হয়। তাই কণ্ঠের সুরক্ষার জন্য আমাদের সচেতন হতে হবে। অপ্রয়োজনে উচ্চস্বরে চিৎকার করলে, আবার জন্মগত ত্রুটির কারণেও কণ্ঠের ক্ষতি হতে পারে। তাই কন্ঠের সুরক্ষায় আমাদের আরও বেশি সচেতন হতে হবে। ’

আলোচনা সভায় জানানো হয়, কণ্ঠের সুরক্ষার জন্য উচ্চস্বরে কথা বলা, ধূমপান, মদপান, অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা পানি পান এবং অতিরিক্ত ঝাল ও তৈলাক্ত খাবার পরিহার করা উচিত। দিনে কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। রাতে ঘুমানোর ২ ঘণ্টা আগে খাবার সম্পন্ন করা উচিত। শিক্ষকদের ক্লাসে লাউড স্পিকার ব্যবহার করা উচিত। বাইরে চলাফেরার সময় সকলেরই মাস্ক ব্যবহার করা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যারিংগোলজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

news24bd.tv/আইএএম