তীব্র গরম থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কাঠফাটা রোদে তপ্ত চারপাশ। আবহাওয়া পূর্বাভাস বলছে, চলমান দাবদাহ আরো স্থায়ী হতে পারে। এমন গরমে দীর্ঘ সময় রোদে থেকে হিটস্ট্রোকে ইতিমধ্যে সারাদেশে বেশকিছু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হচ্ছে লোকজন। শিশু ও বয়স্কদের জন্য এই ঝুঁকি আরো বেশি।

তীব্র গরম থেকে রক্ষা পেতে কিছু করণীয় হলো : ১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন। ২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ৩. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন। ৪. শরীর বেশি ঘেমে গেলে বা দীর্ঘ সময় গরমে থাকলে খাবার স্যালাইন পান করুন। কেননা, শরীরকে সজীব রাখতে সোডিয়াম, পটাশিয়াম ও চিনিসমৃদ্ধ স্যালাইন বিশেষভাবে কার্যকর।   ৫. গ্রীষ্মকালীন ফলের তাজা জুস পান করুন। ৬. মাংস এবং তেলে ভাজা খাবার এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান। ৭. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের রঙ গাঢ় হলে তা পানি স্বল্পতার লক্ষণ। ৮. চেষ্টা করুন দিনের বেলায় ঘরের বাইরে যেন কম যেতে হয়। ঘরের বাইরে গেলে ছাতা বা টুপি ব্যবহার করুন। ৯. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন।

news24bd.tv/health