দিনাজপুরে ভোট গ্রহণ চলছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ৭৯১টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ভোট শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। জেলায় ৬টি আসনে ভোটার সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪৮৭ জন। কেন্দ্রের জন্য দায়িত্বে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোট ৪৫জন এবং  পিজাইডিং অফিসার রয়েছেন ৭৯১, সহকারী পিজাইডিং অফিসার ৪ হাজার ২৭৪ ও পুলিং অফিসার ৮ হাজার ৫৪৮ জন।  

সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিতর লক্ষ্যে জেলায় মোট ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ২০০, বিজিবি ১ হাজার ২৩০, পুলিশ ১ হাজার ৭৫১, র‌্যাব ১১২, আনসার ৭হাজার ৯১০ জন। এছাড়াও সাদা পোশাকে প্রতিটি কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ন জায়গায় মোতায়েন রয়েছে।  

সকাল ৯টায় দিনাজপুর একাডেমি স্কুলে সদর আসনের আওয়ামী লীগ পদপ্রার্থী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ভোট প্রদান করেন।

NEWS24▐ কামরুল