খুলনা জিআরপি থানার ওসির বিরুদ্ধে গণধর্ষণ মামলা

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হকসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী নারী।  

আজ রোববার সকালে তিনি খুলনা নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলার আবেদন জানান। দুপুরে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট তাদের প্রত্যাহার করা হয়। ৬ আগস্ট দুপুরে রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের সিনিয়র এএসপি ফিরোজ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করে।

২ আগস্ট ঘটনার রাতে খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেছেন ওই নারী।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)