নাটোরে মাদক মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

নাটোরে ৫ হাজার পিচ ইয়াবা মজুদ রাখার অপরাধে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন।   

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মাসুদ হাসান জানান, ২০১৭ সালের পহেলা জানুয়ারি নাটোর শহরের কানাইখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ।  

এ সময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।   যার আনুমানিক মূল্যে ১৫ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।  

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)