তালাকের প্রতিবাদ করায় গণধর্ষণের শিকার গৃহবধূ

ভারতের রাজস্থানে স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। শ্বশুর ছাড়াও পরিবারের কয়েক জনকে অপরাধী বলে দাবি করছেন ওই নারী।

ঘটনার পর স্থানীয় ভিবাড়ি নারী থানায় এফআইআর দায়ের করেছেন ধর্ষিতা। লিখিত অভিযোগে নির্যাতিতা জানান, গত শুক্রবার তাকে তাৎক্ষণিক তিন তালাক দেন তার স্বামী। এর প্রতিবাদ করার ফলে শ্বশুর ও তার স্বামীর পরিবারের অন্য কয়েকজন সদস্য মিলে তাকে ধর্ষণ করে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের একজনকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ