গেইটম্যান ঘুমিয়ে ছিলেন, ঝরে গেলো ১২ প্রাণ

জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো তিনজন। সকালে সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

রেলক্রসিং খোলা রেখে দায়িত্বরত গেটম্যন ঘুমিয়ে ছিলেন, সেজন্য এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুর্ঘটনার ৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল চলাচল  স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ‘গণফোরামে এখন আর কোনও ভুল বোঝাবুঝি নেই’

যুগ্ম মহাসচিব কী ভাইস চেয়ারম্যানকে শো কজ দিতে পারে: প্রশ্ন হাফিজের

জয়পুরহাট সদর থেকে ছেড়ে আসা বাধন পরিবহণের যাত্রীবাহি বাসটি দিনাজপুরের হিলি স্থলবন্দরে যাচ্ছিল। পথে, সকাল ৭ টার দিকে পুরানাপৈল রেল গেইটে পৌঁছালে দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন সজোরে বাসটিকে ধাক্কা দেয়।

এতে, ঘটনাস্থলেই মারা যান বাসের ১০ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে তারা বলছেন, রেলক্রসিং খোলা রেখে দায়িত্বরত গেটম্যন ঘুমিয়ে ছিলেন।

বেলা ১১ টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারে কাজ শুরু করে।

news24bd.tv তৌহিদ