বরিশালে ২ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনা সংক্রামন থেকে জনগনকে নিরাপদ রাখতে বরিশাল নগরীর ৪টি পয়েন্টে ২ হাজার মানুষের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা প্রশাসন। এ সময় গানে গানে করোনা সচেতনতা সৃষ্টি করেন সাংস্কৃতিক কর্মীরা। জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশসক জসীম উদ্দীন হায়দার।  

শীতে করোনার দ্বিতীয় ওয়েভ থেকে জনগনকে বাঁচাতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় গানে গানে করোনা সচেতনতা সৃষ্টি করেন বাউল শিল্পিরা।  

অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে’ নিয়ে সংসার, পুলিশ সদস্য ক্লোজড

ড্রোনের সাহায্যে এবার প্রাণে বাঁচল ভারতের কেরালা

ফরিদপুরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে হত্যা করে নিজ বাড়ি এসে স্বামীর আত্মহত্যা!

করোনা সংক্রামন থেকে জনগনকে রক্ষায় জেলা প্রশাসনের এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।  

পরে তারা নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় মোট ২ হাজার মানুষের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ ও প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

news24bd.tv / কামরুল