ইরানে ইসরায়েলি গুপ্তচর আটক

ইসরাইলের একজন গুপ্তচর এবং আরো কয়েক ব্যক্তিকে আটক করেছে ইরান। এসব ব্যক্তি বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এসব গুপ্তচরকে আটক করা হয়। আজ (সোমবার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পূর্ব আজারবাইজান প্রদেশের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, এ প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কোনো উপস্থিতি নেই।

আরও পড়ুনঃ

এই সংস্কৃতিটা মামুনুল হকরা নিজে তৈরি করেছে

মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে মানতে হবে যে নির্দেশনা

টাকা আছে বলেই সব কিনে ফেলতে হবে!

দুবাইয়ে নগ্ন ছবি তোলার দায়ে একদল রাশিয়ান যুবতী আটক

ইরানের এ কর্মকর্তা গুপ্তচর আটকের কথা বললেও ঠিক কতজনকে আটক করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানান নি। এছাড়া, আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তাও জানানো হয় নি।

এর আগে, ২০২০ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা বাহিনী বেশ কয়েকজন গুপ্তচরকে আটক করেছিল যাদের সঙ্গে বিদেশী গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে।

news24bd.tv / নকিব