১২ থেকে ১৫ বছর বয়সীদের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন কানাডায়

১২ থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের  অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। এর আগে  ১৬ বছর এবং ততোর্ধ্ব বয়সীদের এমআরএন্এ ভ্যাকসিন দেয়ার অনুমোদন দেয়া হয়েছিলো। তবে মডার্না, অ্যাষ্ট্রেজেনেকা এবং জনসন ১৮ বছর বয়স এবং তারচেয়ে বেশি বয়সীদের জন্য অনুমোদিত ছিলো।  

 কানাডায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরেই ১৮ বছর বয়স পর্যন্ত ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিনের সরবরাহ বাড়ার  সঙ্গে সঙ্গে বয়সসীমা কমিয়ে  এখন ১২ বছরে নিয়ে  আসা হয়েছে। ।

প্রথম দিকে ভ্যাকসিনের সংকট থাকলেও কানাডায় এখন সরবরাহ বেড়েছে। জুলাইয়ের মধ্যে ১৮ বছর বয়সী এবং তার উপরের সবাইকে দুই ডোজ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে কানাডা। সেপ্টেম্বরের মধ্যে বারো বছর পর্যন্ত সবার ভ্যাকসিন নিশ্চিত করতে চায় লিবারেল সরকার।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

news24bd.tv/আলী