করোনা স্বাস্থ্য সমস্যা প্রাকৃতিক দুর্যোগ না

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার আগে যে জিনিসটি দরকারি, সেটি হচ্ছে- এটি যে একটি স্বাস্থ্য সমস্যা- তা বুঝতে পারা এবং স্বীকার করা। কোভিডকে স্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকার করতে না পারলে- আপনি এটিকে ঘুর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ভুল করবেন এবং আপনার প্রতিটি পদক্ষেপ ভুল হবে।

করোনা ভাইরাস যে স্বাস্থ্য সমস্যা- এই বিষয়টি রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি না অনুধাবন করেন, স্বীকার না করেন- তা হলে ’সাধারন মানুষ কেন সচেতন না’- এই অভিযোগ  তোলার নৈতিক ভিত্তি থাকে না। তখন নিজেদের অক্ষমতা ঢাকার জন্য এইসব নিয়ে হৈ চৈ করতে হয়।

 যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা প্রশাসন চালান- তারা নিজেরা কোভিডকে ঠিক মতো বুঝতে পারলেন কী না- সেটি তাদের আচরণে প্রকাশ পেয়ে যায়। তখন তারা আর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না।  

আরও পড়ুনঃ

দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

 

কোভিড মোকাবেলা করে যে রাষ্ট্রগুলো এখন স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাচ্ছে, সেই দেশগুলোর সরকার প্রধানরা, নীতিনির্ধারকরা, প্রশাসন পরিচালনাকারীরা কোভিডকে স্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকার করে সেইভাবে্ই  বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে পদক্ষেপ নিয়েছেন।

(মত ভিন্ন মত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv/আলী