সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে পারে

সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।  

তিনি জানিয়েছেন এখন ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এ মাসেই এই সংখ্যা আড়াই হাজারের উপরে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৩ জন রোগী। এদের মধ্যে ঢাকাতেই বেশী, ১৮৮ জন এবং ঢাকার বাইরে ২৫ জন। ডেঙ্গু উপসর্গ নিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের কাছে এখন পর্যন্ত ২২টি মৃত্যুর তথ্য এসেছে।  

আরও পড়ুন:

যতক্ষণ না পুলিশ আসবে, মিডিয়া আসবে লাইভ চলবে: পরীমনি

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম

 

এই ২২ জনের মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে কি না পর্যালোচনা শেষে আইইডিসিআর তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।  

news24bd.tv/আলী