নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৮, আহত ১৫

নেপালের পাহাড়ী রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

মুগুর স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ি রাস্তা থেকে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে স্টাফসহ ৪২ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি

 

স্থানীয় প্রশাসক রোম বাহাদুর মাহাত জানান, দুর্ঘটনা স্থলটি রাজধানী থেকে বেশ দূরের মুগু জেলায়। যেখানকার রাস্তাঘাট বেশ এবড়োথেবড়ো।   

news24bd.tv/আলী