কোরবানির পশু পরিবহণে চালু হতে যাচ্ছে বিশেষ ট্রেন

সংগৃহীত ছবি

কোরবানির পশু পরিবহণে চালু হতে যাচ্ছে বিশেষ ট্রেন

অনলাইন ডেস্ক

কোরবানির পশু পরিবহণে আগামী ৬ জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস। যার নাম দেয়া হয়েছে ক্যাটেল স্পেশাল ট্রেন। পশু খামারি ও বিক্রেতাদের পশু বহন নির্বিঘ্ন করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট।

কোরবানি ঈদের অপেক্ষা সপ্তাহখানেক। ধীরে ধীরে জমে উঠছে পশুর হাটও। পশু বেচাকেনায় খামারি আর ব্যবসায়ীদের প্রস্তুতিও চলছে পুরোদমে।  

এবার সেই স্রোতে গা ভাসালো রেল কর্তৃপক্ষও।

যানজট এড়িয়ে প্রান্তিক খামারিদের পশু রাজধানীতে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে তারা; চালু করছে বিশেষ ট্রেন সার্ভিস। নাম ক্যাটেল স্পেশাল ট্রেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে স্পেশাল ক্যাটেল ট্রেনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪টি ওয়াগন। একেকটিতে বহন করা যাবে ২০টি গরু।

এই বিশেষ ট্রেন সার্ভিস আরও আগেই চালু হওয়া উচিত ছিল বলে, মনে করেন সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-৩ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ ।

পশু পরিবহনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।  

ছয় থেকে নয় জুলাই পর্যন্ত চলা এই বিশেষ ট্রেনে চাহিদা বেশি থাকলে ওয়াগনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

news24bd.tv/কামরুল