শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রো পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের। তিনি বলেন, শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন তিন বহিরাগতকে গতরাতে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তারা এর আগে বিভিন্ন সময় নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল।
প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
news24bd.tv/আলী