ক্রেনচালক ও সহকারীসহ গ্রেফতার ৯

সংগৃহীত ছবি

উত্তরায় গার্ডার দুর্ঘটনা

ক্রেনচালক ও সহকারীসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ০৫ সদস্য নিহতের ঘটনায় ঘাতক ক্রেনচালক ও সহকারী এবং নিরাপত্তা জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।  

এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রাথমিক প্রতিবেদন দেয় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

পড়ুন, গার্ডার ধসে ঠিকাদারি প্রতিষ্ঠানই দায়ী

উল্লেখ্য, গত সোমবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা পাঁচ আরোহী নিহত হন। দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টার চেষ্টায় ৭০ টন ওজনের গার্ডারটি সরানোর পর চাপা পড়া গাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

news24bd.tv/আজিজ