পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। এসময় পার্শ্ববর্তী অন্য একটি ট্রলার সকল জেলেদের উদ্ধার করে।
আনসার উদ্দিন জানান, আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার দু'টি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে জেলেরা ট্রলার দু'টি উদ্ধারে কাজ শুরু করেছে।
অন্যদিকে, পটুয়াখালীর গলাচিপায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার চরকাজল এলাকার জেলে মামুন প্যাদা (৩৮) ও পৌর সভার শান্তিবাগ এলাকার কৃষক মোস্তফা হাওলাদার (৫০) বজ্রপাতে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম।
news24bd.tv/FA