গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

সংগৃহীত ছবি

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

অনলাইন ডেস্ক

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বার্তায় বিএনপি মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আজ (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কালজয়ী হাজার গানের শ্রষ্টা কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’সহ অসংখ্য গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তিনি ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

news24bd.tv/আজিজ