১১ দিন পর আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

সংগৃহীত ছবি

১১ দিন পর আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

টানা ১১ দিনের বিরতির পর আবারও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ-টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় কার্যক্রমের উদ্ভোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

ঢাকার ২৫টি সেন্টার এবং সারা দেশের ৩২ জেলায় আজ এই কার্যক্রম চলছে। এর আওতায় প্রতি কার্ডধারীকে দুই কেজি মুসুর ডাল, দুই লিটার সোয়াবিন তেল ও এককেজি করে চিনি দেওয়া হচ্ছে; যার মূল্য ৪০৫ টাকা।

 

আর টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সরকার ভর্তুকি দিচ্ছে ৫ হাজার ২৯০ কোটি টাকা। বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তারা জানান, এর ফলে প্রায় ২০০ টাকা কমে নিত্য এই পণ্য পাচ্ছেন তারা।

news24bd.tv/ইস্রাফিল