অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রাজা হলেন তৃতীয় চার্লস
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রাজা হলেন তৃতীয় চার্লস

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রাজা হলেন তৃতীয় চার্লস

অনলাইন ডেস্ক

ব্রিটেনের নবনিযুক্ত রাজা চার্লচকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। দেশদুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে চার্লচকে রাজা হিসেবে ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্সের।

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের জাতীয় সংসদে আয়োজিত অনুষ্ঠানে চার্লচকে রাজা হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন চার্লচকে রাজা হিসেবে ঘোষণা করে বলেন, ‘তৃতীয় চার্লস আমাদের মহামান্য রাজা। ’

রাজা চার্লচ নিউজিল্যান্ডের প্রতি অনেক বেশি যত্নবান মন্তব্য করে তিনি বলেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজার প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হারলে চার্লচকে রাজা হিসেবে ঘোষণা করেন।  এর আগে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ জানান,  ২২ সেপ্টেম্বর রানির জন্য একটি জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হবে এবং এদিন সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে।

ব্রিটিশ রাজা ব্রিটেন ছাড়াও ১৪টি রাজ্যের রাষ্ট্রপ্রধান। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জ্যামাইকাসহ ১৪ টি দেশের রাজা হলেন চার্লচ।

news24bd.tv/আজিজ