কুমিল্লা থেকে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

কুমিল্লা থেকে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার সদর উপজেলার আড়াইওরা তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এসডি কার্ড ও পাঁচটি বই জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. সৈকত হোসেনের (২৪) বাড়ি কুমিল্লা কোতোয়ালির আড়াইওরা এলাকায়।

অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, সৈকত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। তিনি সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। এসব গ্রুপসহ বিভিন্ন সামাজিক প্লাটফর্মে তিনি উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন। জঙ্গিবাদে অন্যদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে তামীম আল আদনানী, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও জসীম উদ্দিন রাহমানির বক্তব্য সংবলিত অডিও ও ভিডিও ফেসবুকে প্রচার করতেন।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কার হবে বলে জানান পুলিশর এই কর্মকর্তা।

news24bd.tv/হারুন