মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

মিরপুর ১২ নম্বরে এমসি কলেজের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে হাবিল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি ওই ভবন থেকে পড়ে যান। পরে তাকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামটোলা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিল।

মৃত হাবিলের চাচা আবু বকর বলেন, ‘সে ১২ তলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিল। প্লাস্টার করার সময় হঠাৎই নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। ’

news24bd.tv/মামুন