মালিতে রুশ নির্মিত সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

সংগৃহীত ছবি

মালিতে রুশ নির্মিত সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

অনলাইন ডেস্ক

মঙ্গলবার উত্তর মালির গাও শহরের বিমানবন্দরে অবতরণের সময় মালিয়ান সেনাবাহিনীর একটি রুশ-নির্মিত বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলে দুই সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন, নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

মালিয়ান সশস্ত্র বাহিনীর একটি বিবৃতি অনুসারে, বিমানটি ছিল একটি সুখোই এসইউ-২৫ ধরণের যুদ্ধ বিমান যা এই অঞ্চলে বেসামরিক লোকদের একটি সহায়তা মিশন শেষে ফিরে আসছিল।

দুর্ঘটনায় পাইলট এবং মাটিতে থাকা সামরিক বিমানের এক সদস্য নিহত হয়েছেন।

এছাড়াও দুইজন বেসামরিক এবং আটজন সামরিক কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। যদিও তদন্তের প্রাথমিক পর্যায়ে এটিকে প্রতিকূল আবহাওয়ার ফলাফল বলে মনে হচ্ছে না। বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরটি সাময়িক বন্ধ করে দেওয়া হলেও বর্তমানে তা পুরোপুরি চালু রয়েছে।

গাও উত্তর মালির একটি প্রধান সামরিক ঘাঁটির আবাসস্থল। এই ঘাঁটি থেকে রাশিয়ান যোদ্ধাদের সহায়তায় একটি ইসলামি বিদ্রোহের সাথে লড়াই করছে মালি।
news24bd.tv/আমিরুল