আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই: প্রধানমন্ত্রী

সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের উন্নয়নের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারপরও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রখবো। আমরা সবাই পরিশ্রম করে যাবো। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নড়াইলে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘সেতু দুটি চালু হওয়াতে আজ আমি সত্যিই আনন্দিত। ’ তিনি সেতু দুটিতে অর্থ সহায়তা করার জন্য সৌদি আরব সরকার ও জাপান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।  

শেখ হাসিনা বলেন, ‘এই সেতু দুটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আন্তর্জাতিক যোগাযোগেও সেতু দুটির গুরুত্বপূর্ণ অবদান থাকবে। মোংলা পোর্ট ও চট্টগ্রাম পোর্টের সঙ্গে  যোগাযোগটা বাড়বে। ফলে অর্থনীতি গতিশীল হবে। ’

তিনি বলেন, ‘অনেক উন্নয়ন প্রকল্প চলছে। সৌদি আরব থেকে আরও যাতে বিনিয়োগ আসে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ’  

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। ’ এ সময় মাশরাফিসহ নড়াইলের সব নেতা এবং উপস্থিত অন্যদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।  

আরও পড়ুন...মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

news24bd.tv/ইস্রাফিল