অতিরিক্ত ভাড়া না দেয়ায় পিটিয়ে রক্তাক্ত করলেন ইজারাদারের লোকজন

সংগৃহীত ছবি

অতিরিক্ত ভাড়া না দেয়ায় পিটিয়ে রক্তাক্ত করলেন ইজারাদারের লোকজন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় খেয়াঘাটে ইজারাদারের দাবীকৃত অতিরিক্ত ভাড়া না দেয়ায় এক যাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপরই অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল ও সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম। এ সময় খেয়াঘাট ইজারাদারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

হামলার শিকার যাত্রীর নাম সোহেল রানা। সে ভোলা জেলায় আর্গন ফার্মাসিউটিক্যালসের সহকারী চিকিৎসক হিসেবে কাজ করেন। তার বাড়ি গলাচিপার আমখালী ইউনিয়নের খোন্দাখালী গ্রামে।

ভুক্তভোগী সোহেল রানা জানান, সে ভোলাতে একটি বেসরকারি কোম্পানিতে সহকারী চিকিৎসক হিসেবে চাকরি করেন।

ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার হাতে শিশু সন্তানের জন্য একটি খেলনা ছিলো। হরিদেবপুর খেয়াঘাটে আসলে ঘাটের ইজারাদারের লোকজন তার কাছে ৩০০ টাকা ভাড়া দাবী করে। তখন সে ৫০ টাকা দিতে চাইলে বাকবিতণ্ডা হয়। একপর্যায় তাকে মারধর শুরু করে ইজারাদারের লোকজন। শাখাওয়াত সহ তিনজনের হামলায় রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

news24bd.tv/আজিজ