জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মিম আক্তার নামে এক তরুণী। রোববার (১১ মে) সকালে উপজেলার শিহুরী মধ্যপাড়ায় প্রেমিক সাগরের বাড়িতে অবস্থান নেন তিনি। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে মা-বাবাসহ বাড়ি ছেড়ে পালিয়ে যান সাগর। জানা যায়, প্রেমের সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক জড়িয়েছেন প্রেমিক সাগর। এখন সে বিয়ের কথা বললে সাগর তাকে বিয়ে করতে অস্বীকার করেন। জানান, সারাজীবন সেই তরুণীর বন্ধু হয়ে থাকতে চান তিনি। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী। ভোক্তভোগী তরুণী বলেন, আমাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে সে। আমাদের মাঝে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন বিয়ের কথা বললে সাগর আমাকে বলে, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিয়ে করতে...
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, অতঃপর...
অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় যেসব কারণে এত বেশি গরম পড়ে
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গা আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে। শনিবার এ জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার দুপুর পর্যন্ত ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় গরম কেন বেশি হয়, তা নিয়ে আবহাওয়াবিদরা বলছেনএটির পেছনে রয়েছে একাধিক ভূপ্রাকৃতিক ও আবহাওয়াগত কারণ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, চুয়াডাঙ্গা ও আশপাশের অঞ্চলগুলো যেমন যশোর, মেহেরপুর ও খুলনায় বিস্তৃত সমভূমি রয়েছে, যা তাপ প্রবাহের তিনটি পদ্ধতিরপরিবহন, পরিচলন ও বিকিরণজন্য সহায়ক ভূমিকা রাখে। ফলে এই অঞ্চলগুলোতে সূর্যের তাপ সরাসরি ও সহজেই জমে থাকে। সূর্যের অবস্থানও একটি বড় কারণ...
ঝড় থেকে বাঁচতে গাছের নিচে, ডালের চাপায় প্রাণ ঝরল দুজনের
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সজিব মিয়া (২০) তিনি বাড়েরা এলাকায় মজিদের ছেলে। অপরজন সুরুজ মিয়া (৬০) মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে। নিহত সজিবের প্রতিবেশী চাচা মো. আজাদ জানান, ঘটনার সময় নিহত সজীব গরুর খাবার জন্য ফসলি মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে গিয়ে সজীব চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বর্তমানে তাঁর দাফন-কাপনের প্রস্তুতি চলছে। অপরজন মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন এসময় ঝড়ে একটি ডাল তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি...
বিএনপি নেতার বাড়ি থেকে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই একই গ্রামের বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত যাপন করতেন। শনিবার রাতেও তিনি জুবায়েরের বাড়িতে ছিলেন। রোববার সকালে সেখান থেকেই শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আদালতে পাঠানো হয়। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে...