করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

সংগৃহীত ছবি

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি। বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় টিকা বিতরণ কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।  

তিনি জানান, দেবার জন্য পর্যাপ্ত টিকা মজুত আছে। ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী ও সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেওয়া হবে।

কাল থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের বিশেষ ক্যাম্পেইন। ৯০ লাখ মানুষকে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। দেওয়া হবে দ্বিতীয় ও বুস্টার ডোজ।  

তিনি আরও জানান, এখন পর্যন্ত ৮৭ ভাগ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে।

৭৩ ভাগ দ্বিতীয় ডোজ পেয়েছে। আর বুস্টার ডোজ পেয়েছে ৫২ ভাগ মানুষ।  

news24bd.tv/ইস্রাফিল